পবিত্র ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে ববি-রোশান অভিনীত ‘বেপরোয়া’ ছবিটি। ইতোমধ্যেই ছবিটির টিজার দর্শকদের প্রশংসা কুড়িয়েছে।
এবার ইউটিউবে মুক্তি পেল ছবিটির টাইটেল সং। সোমবার গানটির মুক্তি দেওয়া হয়েছে।
ছবিটির পরিচালক রাজা চন্দের কথা ও পরিচালনায় গানটিতে কণ্ঠ দিয়েছেন শত্রুজিত। মিউজিক করেছেন ডাব্বু। পুরো গানটিতে জিয়াউল রোশনের একক উপস্থিতি ছিল। অ্যাকশন থ্রিলার ধারার এ ছবিতে পুলিশ অফিসারের চরিত্রে দেখা যাবে রোশানকে।
জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ ছবিতে রোশান-ববি ছাড়াও ‘বেপরোয়া’ ছবিতে অভিনয় করছেন কাজী হায়াৎ, তারিক আনাম খানসহ আরো অনেকে। ছবিটি কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা নায়করাজ রাজ্জাককে উৎসর্গ করা হচ্ছে।