বাংলাদেশে সরকারের সঙ্গে ভারত সবসময়ই ঘনিষ্ঠ যোগাযোগ রেখে চলেছে, তাই অাসামে প্রকাশিত নাগরিকপঞ্জি (এনআরসি) ইস্যুটি আমাদের উভয় দেশের চমৎকার সম্পর্কে কোনো প্রভাব ফেলবে না। এই মন্তব্য করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।
বৃহস্পতিবার দিল্লিতে সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রবীশ কুমার জানান ‘নাগরিকপঞ্জি প্রকাশের আগে ও তার পর থেকেই বাংলাদেশের সঙ্গে আমরা নিবিড় যোগাযোগ রেখে চলেছি। আমরা বাংলাদেশকে আশ্বস্ত করেছি যে এটা কেবলমাত্র একটা খসড়া এবং এই পুরো প্রক্রিয়াটিই সম্পন্ন হয়েছে সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এবং অাসামের নাগরিকদের চিহ্নিতকরণের কাজটি এখনও চলছে। ’
এদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয় ‘বাংলাদেশ সরকারেরও ধারণা হয়েছে যে, এই চলমান প্রক্রিয়াটি ভারতের আভ্যন্তরীণ একটি বিষয়। তাই নাগরিকপঞ্জির খসড়া তালিকা বাংলাদেশের সঙ্গে ভারতের চমৎকার সম্পর্কে কোনো প্রভাব ফেলবে বলে আমরা মনে করি না। ’
প্রসঙ্গত, গত ৩০ জুলাই অাসামে প্রকাশিত হয় জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) চূড়ান্ত খসড়া তালিকা। এনআরসি’এর কাছে জমা পড়া ৩.২৯ কোটি আবেদনকারির মধ্যে চূড়ান্ত খসড়া তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে ২.৮৯ কোটির কিছু মানুষের নাম। তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৪০.৭ লাখ বাসিন্দা।