মাদকবিরোধী অভিযানে গোদাগাড়ীর চিহ্নিত মাদক বিক্রেতা ইব্রাহীম হোসেন (৩৮) গুলিবিদ্ধ হয়েছেন। রাজশাহী জেলা পুলিশের এক অভিযানে সোমবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
এ সময় ঘটনাস্থল থেকে ৫০০ গ্রাম হেরোইন, একটি বিদেশি পিস্তল ও ৫ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে রাজশাহী জেলা পুলিশ সূত্রে জানা গেছে, রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাবদিপুর ইটভাটা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় মাদক বিক্রেতারা পুলিশের উপস্থিতি টের পেয়ে গুলি ছুড়ে। পরে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। দু’পক্ষের গুলিবিনিময়ের পর ঘটনাস্থলে অজ্ঞাতপরিচয় এক মাদক বিক্রেতাকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।
পরে জানা যায়, তার নাম ইব্রাহীম হোসেন। তিনি ওই এলাকার চিহ্নিত মাদক বিক্রেতা। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় একাধিক মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে ৫০০ গ্রাম হেরোইন, একটি বিদেশি পিস্তল ও ৫ রাউণ্ড গুলি উদ্ধার করা হয়েছে।
ইব্রাহীম বর্তমানে রামেক হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় মাদক ও অস্ত্র আইনে তার বিরুদ্ধে আরও দু’টি মামলা করা হবে বলেও জানানো হয়েছে।