দাউদকান্দি উপজেলার খালিশা গ্রাম থেকে ময়না বেগম (৩৫) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। আজ বুধবার ওই গৃহবধূর বসতঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত ময়না বেগম খালিশা গ্রামের মোঃ শাহ আলমের স্ত্রী।
জানা যায়, গতকাল মঙ্গলবার রাতে উপজেলার খালিশা গ্রামের মো. শাহ আলমের স্ত্রী ময়না বেগমের (৩৫) লাশ তার বসতঘরের মাটিতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ আজ বুধবার নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে নিহতের স্বামীসহ শুশুর বাড়ির লোকজন পলাতক রয়েছেন।
এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আবু ছালাম মিয়া জানান, আজ বুধবার নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করা হয়েছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশ চেষ্ঠা চালাচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।