রাজশাহীর পবায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য করায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকালে পবা উপজেলার পারিলার কাঁঠালপাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
গ্রেফতার ওই ছাত্রের নাম মাহাবুব আলম। তিনি কাঁঠালপাড়া গ্রামের আলতাব হোসেনের ছেলে। মাহাবুব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ব ও খনি বিদ্যা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ বলেন, মাহাবুবের ফেসবুকে প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্যের একটি স্ট্যাটাস পাওয়া যায়। পরে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়।