জাতীয় ঐক্য ছাড়া মুক্তি কঠিন: মির্জা ফখরুল

Slider রাজনীতি

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘ছাত্ররা ঐক্যের পথ দেখিয়েছে, এখন আমাদের দায়িত্ব নিতে হবে। জাতীয় ঐক্য ছাড়া দেশের ভয়ংকর অবস্থা থেকে মুক্তি পাওয়া কঠিন।’ তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সরকার হটানোর আহ্বান জানান তিনি।

আজ সোমবার সকালে রাজধানীর প্রেসক্লাবের মিলনায়তনে ‘উদ্বিগ্ন নাগরিক সমাজ’ আয়োজিত সংহতি সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল।

বিএনপির মহাসচিব বলেন, ‘ফ্যাসিস্ট শক্তি সব তছনছ করে দিচ্ছে। গণমাধ্যমকর্মীদের ওপর হামলা করে তাঁদের মুখ বন্ধ করতে চাইছে। রাষ্ট্রের মেরামত প্রয়োজন, ছাত্ররা এটাই আমাদের দেখিয়ে দিয়েছে।

আজ সকালে শাহবাগ থানায় তাঁর নামে মামলা দায়ের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘মামলা এখন আর কোনো সমস্যা নয়। আমার নামে ৮৬টি মামলা আছে। আমাদের কোনো কোনো নেতার ১৫০-২০০ মামলা আছে। মামলা দিয়ে প্রতিবাদ বন্ধ করা যাবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *