বাংলাদেশের পডুয়াদের পাশে থাকার বার্তা কলকাতার

Slider বাংলার মুখোমুখি

কলকাতা: সড়ক নিরাপত্তা নিয়ে বাংলাদেশের পডুয়াদের নয় দিনব্যাপী আন্দোলন সাড়া জাগিয়েছে প্রতিবেশি ভারতেও। আর তাই বাংলাদেশের আন্দোলনকারিদের পাশে থাকার বার্তা দিতে চলেছে কলকাতার পডুয়াদের । ‘চলুক গুলি, টিয়ার গ্যাস, পাশে আছি বাংলাদেশ’ শ্লোগান তুলে আজ সোমবার কলকাতার পথে হাঁটবে পডুয়াদের। পার্ক সার্কাসে আয়োজন করা হযেছে পথসভার। এই সভার আয়োজন করেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পডুয়াদের । সেখান থেকে একটি মিছিল যাবে বাংলাদেশ উপদূতাবাস পর্যন্ত।

সড়ক নিরপত্তার দাবি নিয়ে আন্দোলনে গত কয়েকদিন ধরে উত্তপ্ত বাংলাদেশ। নিরাপদ সড়কের দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন করছেন পড়ুয়ারা। জানা গেছে, ফেসবুকে ইভেন্ট তৈরি করে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে এই সমাবেশের আহ্বান জানানো হয়েছে। সাত হাজারেরও বেশি মানুষ ওই ইভেন্টে উৎসাহ দেখিয়েছেন। উদ্যোক্তাদের বক্তব্য, বাংলাদেশের সরকারকে পশ্চিমবঙ্গের সাধারণ ছাত্রছাত্রীরা জানিয়ে দিতে চায় যে ওপার বাংলার কিশোর ভাইবোনেরা বাঙালীর গর্ব। এই ভাই- বোনেদের মারাত্মক যদি কিছু হয়ে যায় তাহলে দাবানল সীমানার এপারেও ছড়িয়ে পড়বে। এই বার্তাই তারা পৌঁছে দিতে চায় বাংলাদেশ উপ হাইকমিশনে। গত ২৯শে জুলাই রবিবার ঢাকার কুর্মিটোলায় বেসরকারি সংস্থা জাবালে নূর পরিবহনের বাস ধাক্কা মারে দুই পড়–য়াকে। আহত হন কয়েকজন। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছাত্রী দিয়া খানম মিম ও দ্বাদশ শ্রেণির ছাত্র আবদুল করিম রাজীবের। এরপরই সড়ক নিরাপত্তার দাবিতে স্বতঃস্ফূর্তভাবে শুরু হয় আন্দোলন। শেষপর্যন্ত এই আন্দোলন ছড়িয়ে পড়ে বাংলাদেশে। আর এর উত্তাপ এসে পড়েছে কলকাতাতেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *