ফটোগ্রাফার শহিদুল আলমকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছে

Slider বিচিত্র


ঢাকা: রবিবার রাত সাড়ে ১০টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় দিয়ে ধানমন্ডির বাসা থেকে গাড়িতে করে শহিদুল আলমকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। শহিদুল আলম দৃক ফটোগ্যালারির প্রতিষ্ঠাতা ও ফটো সাংবাদিক। রাত সাড়ে ১০টার দিকে শহিদুল আলমকে ধানমন্ডি ৯/এ সড়কের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে অজ্ঞাত লোক তুলে নিয়ে গেছে। এখনও তার কোনও খবর পাওয়া যায়নি।’

অজ্ঞাত সেই ব্যক্তিরা ‘ডিবি পুলিশ’ পরিচয় দিয়ে বাসায় ঢোকে। শহিদুল আলমকে নিয়ে যাওয়ার সময় তারা বাসার সিসিটিভি ফুটেজও নিয়ে যায়।’ শহিদুল আলমের সহকর্মী সাইদিয়া গুলরুক বলেন, ‘আমরা একই বাসার তৃতীয় তলায় থাকি। শহিদুল আলম থাকেন চতুর্থ তলায়। রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ চিৎকার শুনে নিচে এসে দেখি দাড়োয়ানরা ভীত অবস্থায় দাঁড়িয়ে আছে।

আমরা সেখানে সিসি ক্যামেরা ও ইন্টারকম ভাঙা দেখতে পাই। তখন দাড়োয়ানরা আমাদের জানায়, ১২-১৩টা গাড়িতে আসা ৩০-৩৫ জন লোক শহিদুল ভাইকে নিয়ে গেছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *