‘সুনির্দিষ্টভাবে দাবি মেনে নেয়ার কথা বলা হয়নি’

Slider বাংলার মুখোমুখি


ঢাকা: নিরাপদ সড়কের দাবিতে গত পাঁচদিন ধরে রাজধানীতে চলছে ছাত্র আন্দোলন। সেই ধারাবাহিকতায় আজও রাস্তায় নেমেছেন তারা। সকাল থেকে মিরপুর দশ নম্বর গোল চত্ত্বরে ছাত্ররা অবস্থান নেন। এসময় তারা প্রতিটি সড়কে লেন ঠিক করে দেন এবং সিগন্যালে ট্রাফিক পুলিশকে সহয়তা করেন । এরপরে সাংবাদিকদেরকে সামনে তাদের বেশকিছু দাবি তুলে ধরেন ।

ছাত্রদের পক্ষে ব্রাক ইউনিভার্সিটির এক ছাত্র বলেন, দাবি মেনে নেয়ার কথা সরকারের পক্ষ থেকে বলা হলেও এটার সুনির্দিষ্টভাবে মেনে নেয়ার কথা বলা হয়নি । আমরা চাই নিরাপদ সড়ক ।

এ ছাত্র প্রতিনিধি আরো বলেন, গতকাল মিরপুর ১৩ নম্বরে আমাদের ভাইবোনদের উপর যে হামলা চালানো হয়েছে। পুলিশ ও বহিরাগতরা ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলনে এসে মারধর করেছে। এ হামলার বিচার চাই আমরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *