লাইসেন্স নেই পুলিশের গাড়িতেও

Slider ঢাকা

রাজধানীর বিভিন্ন সড়কে আজও নেমে এসেছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা ৪র্থ দিনের মতো রাস্তায় অবস্থান নিয়ে বিমানবন্দর সড়কে বাসচাপায় দুই শিক্ষার্থী নিহতের প্রতিবাদ জানায়।

সময় গড়ানোর সাথে সাথে বিভিন্ন এলাকায় বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সংখ্যা বাড়তে থাকে। রাজধানীর উত্তরা, ফার্মগেট, যাত্রাবাড়ি, কাওরান বাজার এলাকায় বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। রাস্তায় কোনো যান চলতে দিচ্ছে না তারা। কোনো গাড়ি সামনে এসে পড়লে তার ড্রাইভিং লাইসেন্স চেক করা হচ্ছে। লাইসেন্স না থাকলেই চাবি আটক।

এই ঘটনা শুধু বাসের ক্ষেত্রেই ঘটছে না, এবার পুলিশের গাড়িও আটক করল বিক্ষুব্ধ শিক্ষার্থীরা! বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ধানমণ্ডি এলাকার হারুণ আই হাসপাতালের সামনে এই ঘটনা ঘটে। গাড়িতে করে ডিউটিরত পুলিশদের জন্য খাবার নিয়ে যাচ্ছিল ওই গাড়িটি। কলেজ ইউনিফর্ম পরা কিশোরারা গাড়িটি আটকে লাইসেন্স দেখতে চায়। কিন্তু চালক তা দেখাতে পারেননি!

লাইসেন্স দেখাতে না পারায়। প্রায় পৌনে এক ঘণ্টা আটকে রাখা হয় ওই পুলিশ ভ্যানটি। বিপুল পরিমাণ ছাত্র-ছাত্রী এসে ঘিরে রাখে ঘটনাস্থল। ভ্যানে থাকা এক পুলিশ কর্মকর্তা বলছিলেন, সরকারি গাড়ি, তাই লাইসেন্স নিয়ে তারা ভাবেন না। কিন্তু শিক্ষার্থীদের এক কথা, গাড়ি সেটা পুলিশের হোক আর বাস কোম্পানির হোক, লাইসেন্স না থাকলে ছাড়া হবে না। অতঃপর বিশাল পুলিশবাহিনী এসে শিক্ষার্থীদের কাছ থেকে গাড়িটি ছাড়িয়ে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *