প্রথম আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব ২০১৫ সালে বাংলাদেশে

সাহিত্য ও সাংস্কৃতি
uবাংলাদেশে প্রথমবারের মতো আন্তর্জাতিক সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০১৫ সালের নভেম্বর মাসে। এতে বিশ্বের ৩০টি দেশের ৫০০ নৃত্যশিল্পী অংশ নেবেন।

বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর নভো টাওয়ারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। ফেডারেশন অব ইন্টারন্যাশনাল ড্যান্স ফেস্টিভাল বাংলাদেশ কমিটি (ফিডাফ) এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

ফিডাফ বাংলাদেশ কমিটির সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মাদ ফারুক খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন কমিটির সহ-সভাপতি লায়লা হাসান, উপদেষ্টা নৃত্য গুরু বেগম রাহিজা খানম, সহ-সভাপতি ফাতেমাতুজ জহুরা, এস এম রহমান, ফিডাফ কংগ্রেস মেম্বার সাজেদুর রহমান প্রমুখ।

সম্মেলনে বক্তারা বলেন, বিশ্বের সব নৃত্য শিল্পীরা উৎসবের মাধ্যমে এক ছাতার নিচে আসতে পারবেন। অনেক দেশের শিল্পীদের নৃত্য উপভোগ করার পাশাপাশি শিক্ষার্থীরা শেখার ‍সুযোগ পাবেন। মোট কথা নৃত্যশিল্পীদের মিলনমেলায় পরিণত হবে এ উৎসব।

সভাপতির বক্তব্যে মোহাম্মাদ ফারুক খান বলেন, বাংলাদেশে নৃত্যশিল্প বিকাশে এ উৎসবে সব ধরনের শিল্পীরা অংশ নিতে পারবেন।

আয়োজকরা জানান, ফিডাফ একটি অরাজনৈতিক ও অলাভজনক সংগঠন। দেশের নৃত্যাঙ্গন বিশ্বের কাছে তুলে ধরতে তারা কাজ করে যাচ্ছেন। কোন কোন ভেন্যুতে এ উৎসব অনুষ্ঠিত হবে তা পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে।

সম্মেলনের শুরুতে পাওয়ার পয়েন্টে ফিডাফ সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন ফিডাফ বাংলাদেশ কমিটির মহাসচিব সিলভিয়া আফ্রিন ফারিয়া।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *