জয়ের দ্বারপ্রান্তে আরিফুল হক চৌধুরী

Slider সিলেট

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে বিএনপি মনোনিত প্রার্থী আরিফুল হক চৌধুরীর জয় প্রায় ‘নিশ্চিত’।

সর্বশেষ প্রাপ্ত ফলাফল অনুযায়ী ১৩৪টি কেন্দ্রের মধ্যে ১৩২টি কেন্দ্রে তিনি ৯০ হাজার ৪৬৯ ভোট পেয়েছেন।

অন্যদিকে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী বদর উদ্দিন কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। ফলে ১৩২টি কেন্দ্রে প্রায় সড়ে চার হাজার ভোটের ব্যবধানে এগিয়ে আছেন আরিফ।
সোমবার রাত ১১টার ৪০ মিনিটের দিকে সিসিক নির্বাচনে মেয়র পদের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সিলেট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান। এসময় তিনি বলেন, নির্বাচনে ধানের শীষ প্রতীকে আরিফ পেয়েছেন ৯০ হাজার ৪৯৬ ভোট। নৌকা প্রতীকে কামরান পেয়েছেন ৮৫ হাজার ৮৭০ ভোট। আরিফ ৪ হাজার ৬২৬ ভোটে এগিয়ে আছেন।

আলীমুজ্জামান আরো জানান, সিসিকের মোট ১৩৪টি ভোট কেন্দ্রের মধ্যে ১৩২টিতে ভোট গ্রহণ কার্যক্রম সম্পন্ন হয়। তবে বাকি দুই কেন্দ্র স্থগিত করা হয়। স্থগিতকৃত ওই দুই ভোটকেন্দ্রে ভোটের সংখ্যা ৪ হাজার ৭৮৭।

এক্ষেত্রে স্থগিতকৃত ওই দুই কেন্দ্রে নির্বাচন হলে কামরান যদি সকল ভোট পান, তবে তিনি আরিফের চেয়ে ১৬১ ভোট বেশি পেয়ে বিজয়ী হবেন। আর স্থগিতকৃত ওই দুই কেন্দ্র থেকে আরিফ যদি আরও ১৬২টি ভোট পান, তবে তার বিজয় পুরোপুরি নিশ্চিত হবে।

এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ঢাকায় নির্বাচন কমিশনের দ্বারস্থ হবেন বলে জানিয়েছেন সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা।
নির্বাচন কর্মকর্তা মো. আলীমুজ্জামান জানান, সিসিক নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী জামায়াত নেতা এহসানুল মাহবুব জুবায়ের ১০ হাজার ৯৫৪ ভোট, ইসলামী আন্দোলনের প্রার্থী মোয়াজ্জেম হোসেন খান ২ হাজার ১৯৫ ভোট, সিপিবি-বাসদের প্রার্থী আবু জাফর ৯০০ ভোট, স্বতন্ত্র প্রার্থী এহসানুল হক তাহের ২৯২ ভোট পেয়েছেন। এছাড়া নির্বাচন থেকে সরে দাঁড়ানো বিএনপি নেতা বদরুজ্জামান সেলিম ৫৮২ ভোট পেয়েছেন।

সিসিকের প্রথম দুই মেয়াদের মেয়র কামরান। গত নির্বাচনে কামরানকে প্রায় ৩৫ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন আরিফ। কামরানের ভোট ছিল ৭২ হাজার ২৩০, আরিফ পেয়েছিলেন এক লাখ ৭ হাজার ৩৩০ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *