ইন্দোনেশিয়ার বালিতে ৬.৪ মাত্রার ভূমিকম্প, নিহত ১০

Slider সারাবিশ্ব

৬.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠলো ইন্দোনেশিয়ার বালি দ্বীপ। এতে অন্তত ১০ জনের প্রাণহানি হয়েছে।

নিখোঁজ রয়েছে আরও বেশ কিছু লোক।
রবিবার স্থানীয় সময় সকাল পৌনে ৭টার দিকে জনপ্রিয় পর্যটন কেন্দ্র বালির কাছে ল্যামবক দ্বীপে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৬.৪ মাত্রার এ ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্টের ৭ কিলোমিটার গভীরে।

স্থানীয় ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ৩ লাখ ১৯ হাজার মানুষের বসবাসের শহর মাতারাম থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ভূমিকম্পটি বেশি অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ওই ভূমিকম্পের পর এলাকায় ৫ দশমিক ৪ মাত্রার একটি পরাঘাত অনুভূত হয়।

ভূমিকম্পের পরই ‘হলুদ’ সতর্কতা জারি করে কর্তৃপক্ষ, যার মাধ্যমে ক্ষয়ক্ষতির হুঁশিয়ারি জানানো হয়। যদিও কোনো ধরনের সুনামি সতর্কতা দেখায়নি কর্তৃপক্ষ।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, ভূমিকম্পে দ্বীপের অসংখ্য বাড়ি-ঘর ধসে পড়ে। এতে চাপা পড়ে মারা যায় কয়েকজন।

বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি, গাছপালা উপড়ে পড়ে থাকতে দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *