সিলেটে আন্তঃ ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতা সমাপ্ত

Slider সিলেট


সিলেট থেকে : ২৬ জুলাই বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট সেক্টরের মাল্টিপারপাস সেড এ ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ব্যবস্থাপনায় সরাইল রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতা-২০১৮ সিলেট, আখালিয়া অনুষ্ঠিত হয়।

সরাইল রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতার সমাপনী দিনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন সিলেট বিজিবি সেক্টর কমান্ডার কর্ণেল মো. নাসির উদ্দিন।

বিশেষ অতিথি হিসাব উপস্থিত ছিলেন ৪৮ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ মহসীনুল কবীর, বিজিবিএফ, ১৯বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ, বিজিবিএম, জিবিজিএম এবং ১৯বিজিবি’র উপ-অধিনায়ক মেজর মো. মজবাহ উদ্দীন রাসেল।

৪দিন ব্যাপি অনুষ্ঠিত সরাইল রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতায় ৫টি ওজন শ্রেণীতে দলগত ভাবে চ্যাম্পিয়ান ট্রপি লাভ করে ৩৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও রানাস আপ ট্রপি লাভ করে স্বাগতিক ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।

এছাড়া সরাইল রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতায় ৮টি ওজন শ্রেণীতে ব্যাক্তিগত ভাবে অংশ গ্রহন করে ৩৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৩টি স্বর্ন,২টি রৌপ্য,৩টি তাম্র ও ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ২টি স্বর্ন,২টি রৌপ্য,৩টি তাম্র পদক লাভ করে।

৪দিন ব্যাপি অনুষ্ঠিত সরাইল রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতা -২০১৮ এ প্রতিযোগিতায় উত্তর পূর্ব সরাইল রিজিয়ন এর ১৩ টি বর্ডার গার্ড ব্যাটালিয়নের খেলোয়াড়গণ ব্যাক্তিগত ও দলগত ভাবে অংশ গ্রহন করে।

অংশ গ্রহনকারী দল গুলো হচ্ছে : ৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ৩৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ৩৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ৪৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ৫২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন।

এ জুডো প্রতিযোগিতায় ব্যাক্তিগত ওজন শ্রেণীতে ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১টি রৌপ্য, ২৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১টি তাম্র, ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১টি তাম্র, ৩১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১টি রৌপ্য,৪টি তাম্র, ৩৯ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১টি তাম্র, ৪৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১টি রৌপ্য, ৫৫ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১টি স্বর্ন,২টি রৌপ্য,২টি তাম্র ও ৬০ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ১টি স্বর্ন, ১টি তাম্র লাভ করে।

সরাইল রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতায় ব্যাক্তিগত -৫৫কেজি ওজন শ্রেণীতে ১৯ বিজিবি’র সিপাহী মো. সালাহ উদ্দিন,-৬০কেজি ওজন শ্রেণীতে ৫৫ বিজিবি’র সিপাহী মো. সোলেমান কবির, -৬৬কেজি ওজন শ্রেণীতে ৫৫ বিজিবি’র সিপাহী সুদীপ কুমার সিংহ, -৭৩কেজি ওজন শ্রেণীতে ৩৫ বিজিবি’র অবৈতনিক ল্যাঃ নায়েক মো. হারুন অর রশিদ, -৮১কেজি ওজন শ্রেণীতে ৬০ বিজিবি’র ল্যাঃ নায়েক মো. রফিকুল ইসলাম, -৯০কেজি ওজন শ্রেণীতে ৪৬ বিজিবি’র সিপাহী মো. রাকিব হাসান, -১০০কেজি ওজন শ্রেণীতে ৩৫ বিজিবি’র সিপাহী মো. মাহফুজার রহমান ও +১০০কেজি ওজন শ্রেণীতে ১৯ বিজিবি’র নায়েক মো. এমদাদুল হক স্বর্ণ পদক, -৫৫কেজি ওজন শ্রেণীতে ৩১ বিজিবি’র সিপাহী মো. নাজমুল,-৬০কেজি ওজন শ্রেণীতে ৩৫ বিজিবি’র সিপাহী মো. হাসান আলি, -৬৬কেজি ওজন শ্রেণীতে ১৯ বিজিবি’র ল্যাঃ নায়েক মো. মনির হোসেন, -৭৩কেজি ওজন শ্রেণীতে ৫৫ বিজিবি’র সিপাহী মো. আশিকুর রহমান, -৮১কেজি ওজন শ্রেণীতে ৩৫ বিজিবি’র সিপাহী মো.ফয়সাল আহাম্মদ, -৯০কেজি ওজন শ্রেণীতে ১০ বিজিবি’র ল্যাঃ নায়েক মো. বেলাল হোসেন, -১০০কেজি ওজন শ্রেণীতে ১৯ বিজিবি’র নায়েক মো. সাজেদুর ও +১০০কেজি ওজন শ্রেণীতে ৫৫ বিজিবি’র ল্যাঃ নায়েক মো. জহিরুল ইসলাম রৌপ্য পদক, -৫৫কেজি ওজন শ্রেণীতে ১৯ বিজিবি’র সিপাহী মো. ফরহাদ, ৩৯ বিজিবি’র সিপাহী মো. শাহিনুর রহমান,-৬০কেজি ওজন শ্রেণীতে ১৯ বিজিবি’র সিপাহী মো. বকুল, ৩৫ বিজিবি’র সিপাহী মো. জিল্লুর রহমান, -৬৬কেজি ওজন শ্রেণীতে ৩১ বিজিবি’র সিপাহী তন্ময় চন্দ্র পাল, ৫৫ বিজিবি’র সিপাহী মো. বুলবুল ইসলাম, -৭৩কেজি ওজন শ্রেণীতে ৬০ বিজিবি’র সিপাহী মো. রহিম উল্লাহ, ৩১ বিজিবি’র ল্যাঃ নায়েক মো. বাহার উদ্দিন,-৮১কেজি ওজন শ্রেণীতে ৫৫ বিজিবি’র সিপাহী মো. আলি নুর ইসলাম, ২৮ বিজিবি’র সিপাহী মো. আবু হানিফ, -৯০কেজি ওজন শ্রেণীতে ৩৫ বিজিবি’র সিপাহী বিনোদ চন্দ্র শীল, ১৯ বিজিবি’র সিপাহী মো. শরিফ, -১০০কেজি ওজন শ্রেণীতে ২৫ বিজিবি’র ল্যাঃ নায়েক মো. নাসির উদ্দিন, ৩৫ বিজিবি’র সিপাহী মো. মিলন মিয়া ও +১০০কেজি ওজন শ্রেণীতে ৩১ বিজিবি’র সিপাহী মো. মোক্তার হোসেন,৩১ বিজিবি’র সিপাহী মো. মজিবুর রহমান তাম্র পদক লাভ করে।

এবারের সরাইল রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতায় সেরা প্রবীন খেলোয়াড় -৫৫কেজি ওজন শ্রেণীর ৩৫ বিজিবি’র অবৈতনিক ল্যাঃ নায়েক মো. হারুন অর রশিদ ও সেরা নবীন খেলোয়াড় -৯০কেজি ওজন শ্রেণীর সিপাহী মো. রাকিব হাসান।

৪দিন ব্যাপি অনুষ্ঠিত সরাইল রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতার রেফারী হিসাবে দায়িত্ব পালন করেন বাংলাদেশ জুডো ফেডারেশনে রেফারী মো. মাহবুব উল আলম, নির্মল বড়ুয়া মিলন,মো. আবু বক্কর ছিদ্দিক,মো. মতিন উল্লাহ ও মো. হাবিবুর রহমান।

উল্লেখ্য গত ২৩ জুলাই সকাল ৯টায় একই স্থানে সরাইল রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন জুডো প্রতিযোগিতা-২০১৮ এর উদ্ধোধন করেন ১৯বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল আবুজার আল জাহিদ, বিজিবিএম, জিবিজিএম.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *