কুমিল্লায় কথিত বন্দুকযুদ্ধে ২ ডাকাত নিহত

Slider গ্রাম বাংলা

কুমিল্লার তিতাস উপজেলার নারান্দিয়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে দুইজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার দিনগত রাতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- কুমিল্লার তিতাস উপজেলার উত্তর মানিকনগরের খোরশেদের ছেলে আল-আমিন (৩০) ও কুমিল্লার বুড়িচং থানার কংশনগর চরেরপাড় গ্রামের নুরুল ইসলামের ছেলে এরশাদ (৩২)। নিহতরা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে দাবি করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে তিতাসের নারান্দিয়া এলাকার কবরস্থানের কাছে ১২/১৩ জন ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এই তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি টিম এবং তিতাস থানার রাত্রিকালীন মোবাইল টিম যৌথভাবে অভিযান চালায়। এসময় ডাকাতরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে গুলি ছোড়ে। এক পর্যায়ে পুলিশ সাত ডাকাতকে আটক করে, অন্যরা পালিয়ে যায়। এর মধ্যে গুলিবিদ্ধ দুইজনকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এসময় পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।

ঘটনাস্থল থেকে দুইটি দেশি এলজি, চার রাউন্ড কার্তুজ, তিনটি ছোরা ও লোহার রড জব্দ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *