আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল হক জানিয়েছেন, যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিচার করতে আইসিটি অ্যাক্ট সংশোধনের প্রস্তাবনা শিগগিরই মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে।
বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
জানা গেছে, প্রস্তবনায় যুদ্ধাপরোধের দায়ে জামায়াতকে নিষিদ্ধ না করে তার বিচার করার কথা বলা হয়েছে।