পাকিস্তানে যে ২৯ প্রধানমন্ত্রী মেয়াদ পূরণ করতে পারেন নি

Slider সারাবিশ্ব


ঢাকা: পাকিস্তানের রাজনীতি বহুত জটিল। সেখানে বেসামরিক প্রশাসনের সঙ্গে সব সময়ই সামরিক বাহিনীর সম্পর্কে টানাপড়েন ছিল। তাই দেশটির স্বাধীনতার প্রায় অর্ধেক সময় শাসন ক্ষমতায় ছিল সেনারা। সেখানে এ পর্যন্ত এমন ২৯ জন প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন, যারা ক্ষমতার একটি পূর্ণাঙ্গ মেয়াদ পূরণ করতে পারেন নি। তাদের মধ্যে অন্যতম লিয়াকত আলি খান। তিনি ক্ষমতায় আসেন ১৯৪৭ সালে।

ক্ষমতায় ছিলেন ৫০ মাস দুই দিন। এরপর খাজা নাজিমুদ্দিন ক্ষমতায় আসেন ১৯৫১ সালে। তিনি ক্ষমতায় ছিলেন মাত্র ২৪ মাস বা দুই বছর। ১৯৫৩ সালে ক্ষমতায় আসেন মুহাম্মদ আলি বোগরা। তিনি ক্ষমতায় ছিলেন ২৭ মাস। চৌধুরী মুহাম্মদ আলি ক্ষমতায় আসেন ১৯৫৫ সালে। তিনি ক্ষমতায় ছিলেন মাত্র ১৩ মাস। ১৯৫৬ সালে প্রধানমন্ত্রী হন হুসেইন শাহিদ। তিনিও ক্ষমতায় ছিলেন ১৩ মাস। ১৯৫৭ সালে প্রধানমন্ত্রী হন ইব্রাহিম ইসমাইল চৌন্দিগড়। তিনি ক্ষমতায় ছিলেন ২ মাস। ৯ মাস ক্ষমতায় ছিলেন প্রধানমন্ত্রী ফিরোজ খান নুন। তিনি ক্ষমতায় আসেন ১৯৫৭ সালে। তবে সবচেয়ে কম সময় ক্ষমতায় ছিলেন আইয়ুব খান। তিনি ১৯৫৮ সালে ক্ষমতায় এসে মাত্র ৪ দিন ছিলেন। এরপর ১৯৭১ সালে ক্ষমতায় আসেন নূরুল আমিন। তিনি মাত্র ১৩ দিন ক্ষমতায় ছিলেন। ৪৬ মাস ক্ষমতায় ছিলেন ১৯৭৩ সালে ক্ষমতায় আসা জুলফিকার আলি ভুট্টো। মুহাম্মদ খান জুনেজো ক্ষমতায় আসেন ১৯৮৫ সালে। তিনি ক্ষমতায় ছিলেন ৩৮ মাস। এরপর ১৯৮৮ সালে পাকিস্তানে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন জুলফিকার আলি ভুট্টোর কন্যা বেনজির ভুট্টো। তিনি ক্ষমতায় ছিলেন ২০ মাস। গোলাম মুস্তাফা জাতৈ ক্ষমতায় আসেন ১৯৯০ সালে। তিনি ক্ষমতা ধরে রাখতে পেরেছিলেন ৩ মাস। বর্তমানে কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ ক্ষমতায় আসেন ১৯৯০ সালে। তিনি ২৯ মাস ক্ষমতা ধরে রাখতে সক্ষম হন। বালাখ শের মাজারি ১৯৯৩ সালে ক্ষমতায় এসে মাত্র ১ মাস ক্ষমতায় ছিলেন। আবার এ বছরই ক্ষমতায় আসেন নওয়াজ শরীফ। কিন্তু এ দফায় তার মেয়াদ আরো সংকীর্ণ হয়ে যায়। তিনি মাত্র এক মাস ছিলেন ক্ষমতায়। ওই একই বছরে প্রধানমন্ত্রী হন মঈনউদ্দিন আহমেদ। তিনি ৩ মাস ক্ষমতা ধরে রাখতে পেরেছিলেন। এই ১৯৯৩ সালেই আবার ক্ষমতায় ফেরেন বেনজির ভুট্টো। তিনি এ দফায় ক্ষমতায় ছিলেন ৩৬ মাস বা তিন বছর। অর্থাৎ, শুধু ১৯৯৩ সালেই চারজন প্রধানমন্ত্রী ক্ষমতায় এসেছেন পাকিস্তানে। ১৯৯৬ সালে ৩ মাসের জন্য ক্ষমতায় আসেন মালিক মিরাজ। ১৯৯৭ সালে আবার ক্ষমতায় ফেরেন নওয়াজ শরীফ। এবার তার মেয়াদ স্থায়ী হয় ৩১ মাস। ২০০২ সালে ক্ষমতায় আসেন জাফরুল্লাহ খান জামালি। তার মেয়াদ স্থায়ী হয়েছিল ১৯ মাস। ২০০৪ সালে ক্ষমতায় আসেন শুজ্জাত হোসেন। টিকে ছিলেন মাত্র এক মাস। এ বছরই ক্ষমতায় আসেন শওকত আজিজ। তার মেয়াদ স্থায়ী হয় ৩৮ মাস। আলোচিত ২৯ জন প্রধানমন্ত্রীর মধ্যে সবচেয়ে বেশিদিন ক্ষমতায় ছিলেন ইউসুফ রাজা গিলানি। তিনি ক্ষমতায় আসেন ২০০৮ সালে। টিকে ছিলেন ৫০ মাস ২ দিন। তারপর ২০১২ সালে ক্ষমতায় আসেন রাজা পারভেজ। তিনি ক্ষমতা ধরে রাখতে পারেন ৯ মাস। ২০১৩ সালে ক্ষমতায় আসেন মীর হাজার খান। তার ক্ষমতার মেয়াদ টিকে ছিল ২ মাস। আবার ২০১৩ সালে ক্ষমতায় আসেন নওয়াজ শরীফ। এ দফায় তিনি ৪৯ মাস ক্ষমতা ধরে রাখতে সক্ষম হন। ২০১৭ সালে ক্ষমতায় আসেন শাহিদ খাকান আব্বাসি। তার স্থায়িত্ব হয় ৯ মাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *