ঢাকা: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কোনো চাপের কাছে আপনারা নতি স্বীকার করবেন না। এমন কোনো কাজ করবেন না, যাতে সরকার এমব্যারাসড (বিব্রত) হয়।
আজ বুধবার জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে তাঁর মন্ত্রণালয় সম্পর্কিত আলোচনায় তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, চলমান যে কাজগুলো আছে, যেমন রাস্তাঘাট উন্নয়ন, এগুলো সচল রাখার বিষয়েই আমরা গুরুত্ব দিয়েছি। পবিত্র ঈদুল আজহার সময় মানুষের বাড়ি যাওয়া এবং কর্মস্থলে ফেরা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, যানজট না থাকে, দুর্ঘটনা যেন না ঘটে, সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি।
সেতুমন্ত্রী বলেন, নতুন কোনও স্বপ্ন দেখাতে চাই না। যে স্বপ্নগুলো বাস্তবায়ন হচ্ছে যেমন, পদ্মা সেতু, মেট্রোরেল, কর্ণফুলী ট্যানেল এগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করতে হবে। আর এজন্য ডিসিদের নির্দেশ দিয়েছি। এছাড়া ভিআইপিদের প্রটোকল কমানো উচিত বলে মনে করেন মন্ত্রী।
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার থেকে শুরু সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে। এর উদ্বোধনী অনুষ্ঠান হয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে। আর এখন সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত কার্য অধিবেশন চলছে।