গ্রিসে দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ৭৪

Slider সারাবিশ্ব

গ্রিসে ভয়াবহ দাবানলে কমপক্ষে ৭৪ জন প্রাণ হারিয়েছে। দাবানলে কমপক্ষে ২৩ শিশুসহ মোট ১৮৭ জন আহত হয়েছে।

হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
কয়েক দশকের মধ্যে এবারের দাবানল সবচেয়ে ভয়াবহ। আগুন নিয়ন্ত্রণে হাজার হাজার দমকলকর্মীর লড়াইয়ের মধ্যেই রাজধানী এথেন্সের কাছাকাছি অনেক এলাকার লোকজন বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছেন।

পরিস্থিতিকে ‘ভয়াবহ জটিল’ হিসেবে অভিহিত করেছেন দমকলকর্মীরা। পরিস্থিতি মোকাবিলায় সরকারি সমন্বয়ে সহায়তা করতে বসনিয়া সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন গ্রিসের প্রধানমন্ত্রী অ্যালেক্সি সিপরাস।

সামাজিক যোগাযোগমাধ্যমে দাবানলের কারণে ধসে পড়া ভবন, কমলা ধোঁয়ায় ঢেকে যাওয়া আকাশ এবং গাড়িতে করে পালিয়ে যাওয়া মানুষের নাটকীয় সব ভিডিও ছড়িয়ে পড়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *