হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় ব্যাংকক থেকে আসা থাই এয়ারওয়েজ (টিজি ৩২১) উড়োজাহাজের একটি চাকা ফেটে যায়। তবে উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে। ওই ফ্লাইটের যাত্রীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ পরিস্থিতিতে বিমানবন্দরে উড়োজাহাজ ওঠা-নামা সাময়িক বন্ধ রয়েছে।
আজ মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
বিমানবন্দরে কর্মরত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সিনিয়র সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেছেন, এতে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখন উড়োজাহাজটি সরিয়ে নেওয়া হচ্ছে। উড়োজাহাজটি সরিয়ে নেওয়া হলে রানওয়ে খুলে দেওয়া হবে। তবে উড়োজাহাজে কতজন যাত্রী ও ক্রু ছিল তা তিনি বলতে পারেননি।