আকর্ষণীয় ভিডিওর জন্য বোনাস দেবে ইউটিউব

তথ্যপ্রযুক্তি

youtubeসম্প্রতি ভিডিও শেয়ারিং ওয়েবসাইট ইউটিউব আকর্ষণীয় ভিডিও আপলোডকারীর জন্য বোনাসের ব্যবস্থা করেছে। প্রতিদ্বন্দ্বী বিভিন্ন ওয়েবসাইটকে পেছনে ফেলার জন্যই ইউটিউব এ উদ্যোগ নিয়েছে বলে জানা গেছে। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে ডিএনএ ইন্ডিয়া।
ইউটিউবের দেওয়া এ সুযোগ গ্রহণ করতে হলে ভিডিওটি অন্য কোথাও আপলোড করার আগে ইউটিউবেই দিতে হবে।
এ ছাড়াও আকর্ষণ বাড়াতে বিভিন্ন ভিডিও প্রোগ্রামের জন্য অর্থ খরচের পরিকল্পনাও করেছে ইউটিউব।
এ প্রসঙ্গে ইউটিউবের এক মুখপাত্র জানান, ইউটিউবের ভিডিও নির্মাতাদের কয়েক বছর ধরেই আর্থিক সহায়তা করছে প্রতিষ্ঠানটি। বর্তমানে এ সহায়তা আরও বাড়ানোর পরিকল্পনা করা হয়েছে। এবার তার অংশ হিসেবে মার্কেটিং ও কন্টেন্ট ফান্ডিংও করা হবে।
ইউটিউব সৃজনশীল প্রতিভাদের কাজের স্বীকৃতি দেওয়ার ধারা বজায় রাখবে বলেও জানান সে মুখপাত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *