‘নওয়াজের কিডনি পুরোপুরি বিকল হওয়ার পথে’

Slider সারাবিশ্ব

127109_Nawaz
ঢাকা: পুরোপুরি বিকল হওয়ার পথে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, জেলবন্দি নওয়াজ শরীফের কিডনি। তাই মেডিকেল বোর্ড তাকে অবিলম্বে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে একটি হাসপাতালে স্থানান্তরের আহ্বান জানিয়েছে। অনলাইন দ্য এক্সপ্রেস ট্রিবিউনে এ খবর দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, তার রক্তে ভয়াবহ আকারে বৃদ্ধি পেয়েছে ইউরিয়া নাইট্রোজেন। ফলে তার হৃদস্পন্দন অনিয়মিত হয়ে পড়েছে। তিনি পানিশূণ্যতায় ভুগছেন এবং প্রচন্ড ঘাম হচ্ছে তার।

রিপোর্ট অনুযায়ী, আদিয়ালা জেলের ভিতরে এমন কোনো চিকিৎসা সুবিধা নেই যেখানে তার শরীরে স্যালাইনের মাধ্যমে তরল প্রবেশ করানো যায়। তাই তাকে হাসপাতালে নেয়া জরুরি হয়ে পড়েছে। যদি কর্তৃপক্ষ তা করতে ব্যর্থ হয় তাহলে রাতের বেলা যেকোনো জরুরি ও করুণ পরিণতির সৃষ্টি হতে পারে। এ বিষয়ে পাকিস্তানে নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা তত্ত্বাবধায়ক সরকার শিগগিরই সিদ্ধান্ত নেবে বলে মনে করা হচ্ছে। সোমবার সকালেই একটি মেডিকেল বোর্ড জেলখানার ভিতরে নওয়াজ শরীফের শরীর পরীক্ষা করেন। এরপর তারা ওই মতামত প্রকাশ করেন। তত্ত্বাবধায়ক সরকারের একটি সূত্র বলেছেন, পাকিস্তানে তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনকারী নওয়াজ শরীফের শরীর আদিয়ালা জেলখানায় নিয়মিত ভিত্তিতে চেক করা হয়েছে। তার মেডিকেল টেস্টে রিপোর্ট দৃশ্যত নরমাল।

পাকিস্তানের জবাবদিহিতা বিষয়ক আদালত লন্ডনের অ্যাভেনফিল্ড মামলায় গত ৬ই জুলাই নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজকে অভিযুক্ত করে যথাক্রমে ১০ ও ৭ বছরের জেল দেয়। পাশাপাশি নওয়াজকে জরিমানা করা হয় ৮০ লাখ পাউন্ড। মরিয়মকে জরিমানা করা হয় ২০ লাখ পাউন্ড। এ ছাড়া মরিয়মের স্বামী ক্যাপ্টেন (অবসরপ্রাপ্ত) মুহাম্মদ সফদারকে দেয়া হয়েছে এক বছরের জেল। তবে তাকে কোনো জরিমানা করা হয় নি। এর প্রেক্ষিতে লন্ডন থেকে ১৩ই জুলাই লাহোর ফেরেন নওয়াজ ও মরিয়ম। সঙ্গে সঙ্গে তাদেরকে গ্রেপ্তার করে রাখা হয়েছে রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *