মার্কিন নিষেধাজ্ঞার ক্ষতি এড়াতে কাজ চলছে: তুরস্ক

Slider সারাবিশ্ব

185801_bangladesh_pratidin_turki

তুরস্ক বলেছে, ইরানের বিরুদ্ধে মার্কিন সম্ভাব্য নিষেধাজ্ঞার ক্ষতি এড়ানোর জন্য আঙ্কারা কাজ করছে।

ইরানের পরমাণু সমঝাতা থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পর তেহরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলে ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

২০১৫ সালে ইরান ও ছয় জাতিগোষ্ঠী ওই সমঝোতা সই করেছিল এবং আমেরিকা ছিল তার অন্যতম স্বাক্ষরকারী দেশ।
তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় জোর দিয়ে বলেছে, ইরান হচ্ছে গুরুত্বপূর্ণ একটি প্রতিবেশী দেশ; সে কারণে আংকারা একটি কাঠামোর ভেতরে থেকে মার্কিন নিষেধাজ্ঞার বিষয়টি পর্যবেক্ষণ করতে থাকবে।

ওয়াশিংটন বলেছে, আগস্ট থেকে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকর করা হবে এবং যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের বিরুদ্ধেও নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

এছাড়া, ৪ নভেম্বর হতে ইরান থেকে কোনো দেশ অপরিশোধিত জ্বালানি তেল কিনতে পারবে না। মার্কিন সরকারের এই বলদর্পী সিদ্ধান্তের বিরুদ্ধে ইরান আন্তর্জাতিক বিচার আদালতে মামলা দায়ের করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *