মন্তব্য কলাম: গাসিক মেয়রের ছবিকেও ফুল দিলেন ভক্তরা

Slider টপ নিউজ ফুলজান বিবির বাংলা

36903134_1935641166728091_7907698643556106240_n

ঢাকা: ২৬ জুন বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন গাজীপুর সিটিকরপোরেশনের মেয়র আলহাজ এডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম। নবগঠিত গাজীপুর সিটিকরপোরেশনের দ্বিতীয় মেয়র হলেন তিনি। প্রথম মেয়র হয়েছিলেন বিএনপি থেকে অধ্যাপক এম এ মান্নান। দ্বিতীয় মেয়র হলেন আওয়ামীলীগ থেকে জাহাঙ্গীর আলম। প্রথম মেয়র অধ্যাপক এম এ মান্নান নির্বাচিত হওয়ার পর একটি প্রতিবেদন করেছিলাম, শিরোনাম ছিল,“ ভূয়া প্রেমে হাবুডুবু খাচ্ছেন মেয়র মান্নান”। সেই প্রতিবেদন প্রকাশের পর অনেক কথা শুনতে হয়েছিল। তবে কিছুদিন যাওয়ার পর প্রতিবেদনের প্রতিক্রিয়া দৃশ্যমান হওয়ায় আর সমালোচনা হয়নি। এবারও একই অবস্থা দেখা যাচ্ছে। কিছু কিছু মানুষ ফুল দিয়ে সম্মান করতে করতে অতিউৎসাহী হয়ে যাচ্ছেন।

মেয়র নির্বাচিত হওয়ার পর জাহাঙ্গীর আলমের অনুপুস্থিতিতে বেশ কিছু ভক্ত ছবির নীচেই ফুল দেন। এ ধরণের অসংখ্য ছবি উঠলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া যায় এই ছবিটি। ছবিতে থাকা ভক্তদের একজনের ফেইসবুক ওয়ালে পোষ্ট করা হয় এই ছবিটি।

অনুসন্ধানে জানা যায়, জাহাঙ্গীর আলম মেয়র হওয়ার পর বিরোধী পক্ষের অনেকেই ফুল দিয়েছেন বলেও কথা আছে। বিএনপির অংগ ও সহযোগী সংগঠনের জেলা পর্যায়ের বড় নেতাও ফুল দিয়েছেন। মেয়র সবার এই অর্থে ফুল দেয়া ঠিক আছে। তবে সৎ উদ্দেশ্যে ফুল দিয়ে থাকলে ভাল। আর অসৎ উদ্দেশ্যে ফুল দিয়ে থাকলে মেয়রকে সতর্ক হতে হবে। কারণ অতি ভক্তদের গেঁড়াকলে পড়ে অধ্যাপক এম এ মান্নান মনোনয়ন বঞ্চিত হয়েছেন। এ ছাড়া মেয়র থাকাকালীন প্রথম গ্রেফতারের সময় মেয়র মান্নানের দলের লোকজন, যারা অতিভক্ত বলে সুপরিচিত ছিলেন, তারাই মান্নান গ্রেফতারের পর মিষ্টি বিতরণ করেছেন। মাঠে কথা যে, মান্নান গ্রেফতারের নেপথ্যে তার নিজ দলেরও লোক ছিল।

এদিকে ২০১৩ সালে অনুষ্ঠিত গাসিক নির্বাচনে প্রতীক হাতে পেয়েই অপহরণ হয়েছিলেন বর্তমান নবনির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলম। ওই ঘটনার পর জাহাঙ্গীর আলমের পক্ষে তার নিজ দলের কে কে ছিলেন তা আমরা দেখেছি। দুঃসময়ে পাশে কারা থাকেন তা বলা সুসময়ে মুশকিল হয়ে যায়। আর যারা ক্ষতি করেন, তারা বেশীর ভাগ সময় সুসময়েই ভীড় করেন এটাও স্পষ্ট।

কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় বলেছেন, সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়।

ইংরেজীতে বলা হয়েছে,

A friend in need is a friend indeed?

What’s the origin of the phrase ‘A friend in need is a friend indeed’? A version of this proverb was known by the 3rd century BC. Quintus Ennius wrote: ‘Amicus certus in re incerta cernitur’. This translates from the Latin as ‘a sure friend is known when in difficulty’.

Story:

There were two friends. They lived in a certain village. They were very intimate with each other. One day the two friends were passing through a jungle. They promised that they would help each other at the time of danger. Suddenly, they saw a bear coming towards them. Both of them got afraid. One of them knew how to climb up a tree. He climbed up a nearby tree without thinking about his friend. The other was fatty and did not know how to climb up a tree. But he knew that a bear does not touch a dead body. So he fell flat on the ground like a dead person and stopped breathing. The bear came near him, smelt him all over the body and thought him to be a dead man. So, without touching him, it went away slowly and gently. The friend who was on the tree saw everything. He got down from the tree, went to his friend and asked him eagerly, “Oh! Dear, what did the bear whisper to your ear?” In reply, the friend said, “The bear advised me not to trust a friend who leaves his friend alone in the time of danger.”

সুতরাং গাজীপুরবাসী আশা করে, বাংলাদেশের সবচেয়ে বড় আয়তনের এই মহানগরের দ্বিতীয় মেয়র, প্রথম মেয়রের ব্যর্থতার দিকগুলো অভিজ্ঞতা হিসেবে নিয়ে সামনে এগিয়ে যাবেন। অতিরিক্ত তোষামোদী যেন তাকে সত্য থেকে বিচ্যুত করতে না পারে সে দিকে নজর রাখবেন।

লেখক,
ড. এ কে এম রিপন আনসারী
সভাপতি
অনলাইন প্রেসক্লাব বাংলাদেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *