ভারতের জি হিন্দুস্তান টিভিতে সরাসরি প্রচারিত এক টিভি শো অনুষ্ঠানে আলোচনা করছিলেন এক নারী আইনজীবী ও এক ইসলামী চিন্তাবিদ। তাদের আলোচনার বিষয় ছিল ‘তিন তালাক’।
আর এ নিয়ে আলোচনার এক পর্যায়ে দুজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।
ডিএনএইন্ডিয়া জানায়, জি হিন্দুস্তান টিভিতে নিয়মিত প্রচারিত একটি সরাসরি অনুষ্ঠানে কথা বলছিলেন ইসলামী চিন্তাবিদ মুফতি এজাজ আরশাদ কাশমী ও আইনজীবী ফারাহ ফয়েজ।
অনুষ্ঠানে তিন তালাক নিয়ে কাজ করা আইনজীবী ফারাহ ফয়েজ বলেন, বিয়ে বিচ্ছেদের ক্ষেত্রে তিন তালাক কোরআন গৃহীত কোন বিধান নয়। তার এই বক্তব্য নিয়ে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।
অনুষ্ঠানের এক পর্যায়ে ফারাহ ফয়েজ মুফতি এজাজ আরশাদ কাশমীর গালে চড় মারেন। পরে মুফতি এজাজ আরশাদ ফারহ ফয়েজের গালেও কয়েকটি চড় মারেন।
এ ঘটনার পর জি মিডিয়ার অভিযোগের ভিত্তিতে মুফতি এজাজ আরশাদ কাশমীকে গ্রেপ্তার করা হয়েছে। জি হিন্দুস্তান তাদের টুইটার পেজে ভিডিওটি প্রকাশ করেছে।