খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে অংশ নেবে না এলডিপি

Slider জাতীয়

201944_bangladesh_pratidin_ldp

খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচনে অংশ না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে ২০ দলীয় জোটের অন্যতম শরীক লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। এ ছাড়া পার্টির চেয়ারম্যানের অনুমতি ব্যতিত কেউ মিডিয়াতে নির্বাচনে অংশ নেওয়ার ব্যাপারে কোন বক্তব্য দিলে এর দায় পার্টি বহন করবে না।

এলডিপির ইমেজ ক্ষুন্ন হয় এমন বক্তব্য কেউ দিলে তাকে পার্টি থেকে বহিষ্কার করা হবে।
বুধবার দলটির মহাসচিব ও সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমেদের বাসভবনে এলডিপির প্রেসিডিয়াম সদস্যদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
ড. রেদোয়ান আহমেদের সভাপতিত্বে বৈঠকে প্রেসিডিয়াম সদস্য আব্দুল করিম আব্বাসী, অ্যাডভোকেট আবু ইউসুফ মোহম্মদ খলিলুর রহমান, প্রফেসর মোহম্মদ আব্দুল্লাহ, আব্দুল গণি ও ইঞ্জিনিয়ার কামালউদ্দিন মোস্তফা উপস্থিত ছিলেন।
বৈঠক নেতারা বলেন, খালেদা জিয়াকে কারাগারে রেখে দেশে কোন নির্বাচন হবে না। অবিলম্বে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দিয়ে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ তৈরি করতে হবে। ক্ষমতায় যাওয়ার জন্য নয়, দেশকে রক্ষার জন্য দেশের ১৬ কোটি মানুষকে রক্ষার জন্য আন্দোলন-সংগ্রাম করে গণতন্ত্রকে পুনরুদ্ধার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *