ঢাবিতে হামলার প্রতিবাদে রাবিতে মানববন্ধন

Slider রাজশাহী

11887869_1480942125557249_7970886469587140681_n

রাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মানববন্ধন কর্মসূচি পালন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। মানববন্ধন থেকে হামলাকারীদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। সোমবার বেলা ১১টায় বিভাগের সামনে তারা এ মানববন্ধনের আয়োজন করেন।

মানববন্ধনে বক্তরা বলেন, গণতান্ত্রিক একটি দেশে যেকোনও দাবি নিয়ে শিক্ষার্থীরা মাঠে নামতে পারে। তাহলে তাদের ওপর কেন হামলা করা হবে? সংবিধানে যে বাক্ স্বাধীনতার কথা বলা হয়েছে তা ইতিমধ্যে লুণ্ঠিত হয়েছে। হামলার প্রতিবাদে মানববন্ধন করতে গিয়ে আবারও হামলার শিকার হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা।
যারা শিক্ষকদের ওপর হামলা করে, সরকারের উচিৎ তাদের মুখোশ উন্মোচন করা।

বক্তরা আরও বলেন, একজন শিক্ষকের ওপর যখন হামলা হয় তখন আমাদের বুঝে নিতে হবে সেই জাতির মেরুদন্ড ভেঙে গেছে। ছাত্রলীগের নাম করে কতিপয় সন্ত্রাসীরা শিক্ষক-শিক্ষার্থীদের ওপর হামলা চালাচ্ছে। তারা এ হামলা চালানো মাধ্যমে দেশের গণতন্ত্রকে বিনষ্ট করছে। শহীদ মিনারের মতো জায়গায় দাঁড়িয়ে শিক্ষক-শিক্ষার্থীরা যখন মানববন্ধন করে, সেখানে ছাত্রলীগ তাদের ওপর হামলা করে। এ থেকে বোঝা যায়, ছাত্রলীগের যে চেতানার জায়গা ছিল তা এখন হারিয়ে গেছে।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হুসাইন মিঠুর সঞ্চালনায় বক্তব্য দেন বিভাগের শিক্ষার্থীবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *