প্রেক্ষাগৃহে মু্ক্তির তিন দিনের মধ্যেই ১০০ কোটির ক্লাবে ঢুকে পড়ে রাজকুমার হিরানি পরিচালিত ও রণবীর কাপুর অভিনীত ‘সঞ্জু’। এবার ৫০০ কোটির ক্লাব ছুঁয়ে ফেলেছে সিনেমাটি। বলিউড সুপারস্টার সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত ছবিটি মুক্তির আগে থেকেই ছিলো আলোচনানা। মুক্তির দর্শক বেড়েই চলেছে ছবিটির।
বিষয়টি নিশ্চিত করে বাণিজ্য গবেষক তরুণ আদর্শ টুইটারে লিখেছেন, ‘এখনও সাফল্যের পেছনে ছুটছে ‘সঞ্জু’। বিশ্বব্যাপী ৫০০ কোটি রুপি আয় করে ফেলেছে ছবিটি। আয়ের দিক থেকে রেকর্ড করে ফেলেছে সিনেমাটি।’
গত ২৯ জুন মুক্তি পেয়েছে ‘সঞ্জু’। রাজকুমার হিরানি পরিচালিত এবং বিধু বিনোদ চোপড়া প্রযোজিত ছবিটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। আরও রয়েছেন- পরেশ রাওয়াল, মনীষা কৈরালা, দিয়া মির্জা, কারিশমা তান্না, সোনম কাপুর, আনুশকা শর্মা প্রমুখ।