‘আধুনিক গণতান্ত্রিত বাংলাদেশ গড়তে পার্টির কর্মীদের তৈরি হতে হবে’

Slider রাজনীতি

150559Dinajpur_kalerkantho_Pic

 

 

 

 

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি বলেছেন, সামাজিক ন্যায্যতা-সমতা প্রতিষ্ঠাসহ মুক্তিযুদ্ধের চেতনায় আধুনিক গণতান্ত্রিত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পার্টির প্রতিটি কর্মীকে যেমন তৈরি হতে হবে তেমনি দেশের প্রতিটি অঞ্চল, মিল-কারখানা থেকে শুরু করে শ্রমিক, কৃষক মেহনতী মানুষের মধ্যে পার্টিকে বিকশিত করতে হবে।

আজ মঙ্গলবার এমবিএসকে বালুবাড়ীস্থ মিলনায়তনে ওয়ার্কার্স পার্টি মতাদর্শগত প্রশিক্ষণ বিভাগের আয়োজনে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করতে গিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড ড. সুশান্ত দাস, কেন্দ্রীয় কমিটির সদস্য নুর আহম্মেদ বকুল, কমরেড পাভেল রহমান। এতে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় পলিট ব্যুরো সদস্য কমরেড মাহামুদুল হাসান মানিক, কমরেড আমিনুল ইসলাম গোলাপসহ উত্তরবঙ্গের ৯ জেলার পার্টির সদস্যবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *