রাশিয়া-ক্রোয়েশিয়া কোয়ার্টারের শেষ লড়াইয়ে

Slider খেলা

235900_bangladesh_pratidin_Russia-vs-Croatiabdbd

রাশিয়া বনাম ক্রোয়েশিয়া ২১তম বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালের শেষ লড়াইয়ে নামছে । এ ম্যাচে যারাই জিতবে তারাই সেমিফাইনালে ইংল্যান্ডের মোকাবেলা করবে।

সোচিতে বাংলাদেশ সময় রাত ১২টায় মুখোমুখি হবে দু’দল।

রাশিয়া সর্বশেষ ১৯৬৬ বিশ্বকাপে শেষ চারে খেলার যোগ্যতা অর্জন করেছিল। অবশ্য তখন তারা সোভিয়েত ইউনিয়ন ছিল। আর ১৯৯৮ সালে শেষবারের মতো সেমিফাইনাল খেলেছিল ক্রোয়েশিয়া।

এ ম্যাচকে ঘিরে একটি করে পরিবর্তন এনেছে দু’দল। ঝিকরভের বদলে দেনিস চেরিশেভ রাশিয়া দলে এসেছেন। অন্যদিকে ক্রোয়েশিয়া দলে এসেছেন আন্দ্রেস ক্রামারিচ।

নিচে দু’দলের শুরুর একাদশ দেয়া হল-

রাশিয়া:
ইগর আকিনফিভ, মারিও ফারনান্দেস, ইলিয়া কুতেপভ, সের্গেই ইগনাশেভিচ, দেনিস চেরিশেভ, দালের কুজিয়ায়েভ, রোমান জোবনিন, ফেদর কুদ্রিয়াশভ, আলেক্সান্দর গোলোভিন, আলেক্সান্দর সামেদভ, আর্তেম জিউবা।

ক্রোয়েশিয়া:
দানিয়েল সুবাসিচ, সিমে ভ্রাসালিকো, ইভান স্ত্রিনিচ, ইভান পেরিসিচ, দেজান লোভরেন, ইভান রাকিটিচ, আন্দ্রেস ক্রামারিচ, লুকা মদ্রিচ, মারিও মান্দজুকিচ, আন্তে রেবিচ, দোমাগোজ ভিদা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *