বায়োপিক চান না অভিনেত্রী কাজল

Slider বিনোদন ও মিডিয়া

kajol

বলিউডে লেগেছে বায়োপিক নির্মাণের হিড়িক। অজপাড়াগাঁয়ের একজন সফল উদ্যোক্তা থেকে শুরু করে বড় পর্দার সুপারস্টারের জীবনীও রুপালি পর্দায় তুলে ধরছেন নির্মাতারা। এ ধরনের চলচ্চিত্রে দর্শকেরও ব্যাপক সাড়া মিলছে। ২৯ জুন মুক্তিপ্রাপ্ত সঞ্জয় দত্তের জীবনীনির্ভর চলচ্চিত্র ‘সঞ্জু’ একে একে রেকর্ড ভেঙে ইতিহাস গড়তে শুরু করেছে। তা ছাড়া বছর শুরুতে ‘পদ্মাবত’-এর সাফল্যও সব নির্মাতাকে বায়োপিক নির্মাণের দিকে টানছে।

এ প্রেক্ষাপটে বলিউড অভিনেত্রী কাজল জানালেন, তার জীবনী নিয়ে বায়োপিক নির্মিত হোকÑ সেটা তিনি চান না। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’খ্যাত অভিনেত্রী নিজের মতো থাকতে পছন্দ করছেন, নিজের জীবনী নিয়ে চলচ্চিত্রের বিষয়ে কারো সঙ্গে কথা বলতেও চান না। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাজল বলেন, ‘আমি চাই না কেউ আমার জীবনী নিয়ে চলচ্চিত্র নির্মাণ করুক। আমি আমার মতো করে থাকতে চাই।’

১৯৯২ সালে রাহুল রাওয়াইলর ‘বেখুদি’ চলচ্চিত্রের মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে কাজলের। নব্বই দশকের এই হার্টথ্রব অভিনেত্রী স্বাভাবিক স্বভাবসুলভ অভিনয়ের জন্য ছিলেন তুমুল জনপ্রিয়। দীর্ঘ চলচ্চিত্র ক্যারিয়ারে
‘করণ অর্জুন’, ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’, ‘কুচ কুচ হোতা হ্যায়’-এর মতো অসংখ্য ব্যবসাসফল ছবিতে অভিনয় করেছেন তিনি।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কাজল আইকনিক পাওয়ারহাউস পারফর্মার অব বলিউড পুরস্কার পেয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *