কৃষকের ঘরে মিলল ১৯টি গোখরা সাপ

Slider বিচিত্র

kobra

কুষ্টিয়ার ভেড়ামারায় এক কৃষকের শোবার ঘর থেকে ১৯ টি গোখরো সাপ ও ডিম উদ্ধার করেছে। উপজেলার সাতবাড়িযা মুচিপাড়া গ্রামে এ সাপের বাচ্চা ও পাওয়া গেছে। খবর পেয়ে এলাকাবাসিরা দেখার জন্য ভীড় করেছে।

শনিবার দুপুরে ঘরের ভেতর থেকে বিষাক্ত ১ টি সাপের খোলস উদ্ধার করে। পরে ঘরের মেঝে খুঁড়ে ১৯টি গোখরা সাপের বাচ্চা ও ১৯টি সাপের ডিমের খোসা উদ্ধার করে সাপুড়েরা।

সাতবাড়িয়া মুচিপাড়া গ্রামের আব্দুল গণি বলেন, শনিবার সকাল ৯টার দিকে ঘরের চৌকির নিচে বড় একটি
সাপের খোলস দেখতে পান। পরে সাপুড়েদের খবর দেয়া হয়। উপজেলার বার মাইল এলাকা থেকে ২জন সাপুড়ে ঘঠনাস্থলে গিয়ে আব্দুল গণি বাড়ির শোবার ঘরের মেঝের মাটি খুড়ে ১৯টি গোখরা সাপের বাচ্চা ও ১৯টি সাপের ডিমের খোলস উদ্ধার করে।

সাপুড়ে রবিউল ইসলাম খোকন বলেন, ‘পদ্ম গোখরা’ বা কিং কোবরা সাপ সাধারণত ঘরের মেঝেতে মাটির নিচে ডিম পাড়ে ও মা সাপটি আশেপাশে অবস্থান করে। সাপের বাচ্চা ও ডিমের খোসা ইতিমধ্যে উদ্ধার কারা হয়েছে। সবগুলো ডিম ও মা সাপটিকে আমরা খুজে বেড়াচ্ছি। তবে খোঁড়াখুঁড়িতে বড় কোনো সাপ পাওয়া যায়নি। এ ঘটনার পর আতঙ্ক বিরাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *