ভোলায় নারী নির্যাতনবিরোধী ও রোকেয়া দিবস পালিত

নারী ও শিশু

raly‘নীরবতা আর নয় আসুন নারী নির্যাতনের বিরুদ্ধে সবাই রুখে দাড়াই’ এই স্লোগানকে সামনে রেখে ভোলায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আজ মঙ্গলবার সকালে জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উদ্যোগে ও জেলা প্রশাসনের সহোযোগিতায় বর্ণাঢ্য একটি শোভাযাত্রা বের হয়ে ভোলা শহর প্রদক্ষিণ করে। শোভাযাত্রায় সরকারি, বেসরকারি বিভিন্ন নারী সংগঠন, এনজিও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. সেলিম রেজার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেবুন্নেসা, সিভিল সার্জেন ডা. ফরিদ আহমেদ প্রমুখ বক্তব্য দেন। সভায় বক্তারা বলেন, নারী নির্যাতনে নীরবতা অত্যাচারীকেই সমর্থন করে। তাই চুপ করে না থেকে আমাদের নারী নির্যাতনের প্রতিবাদ করতে হবে। সামাজিকভাবে নির্যাতনকারীকে বয়কট করে বুঝিয়ে দিতে হবে সভ্য সমাজে নারী নির্যাতনকারীর কোন স্থান নেই। পরে জয়িতা অন্বেষণ কার্যক্রম বাংলাদেশের অংশ হিসেবে ভোলা জেলার ১০ নারীকে জয়িতা সম্মাননা প্রদান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *