স্পেনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। রবিবার সন্ধ্যায় স্পেন আওয়ামী লীগের স্থায়ী কার্যালয়ে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করে স্পেন আওয়ামী লীগ।
সহ-সভাপতি বোরহান উদ্দিনের সভাপতিত্বে যুগ্ম সাধারণ সম্পাদক ইফতেখার আলমের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্পেন আওয়ামী লীগের সহ-সভাপতি শামীম আহমেদ, জানে আলম, আক্তার উজ জামান যুগ্ম সাধারণ সম্পাদক ফয়সল ইসলাম, এফ এম ফারুক পাভেল, মো. শাখাওয়াত হোসেন বাবলু, আলমগীর হোসাইন, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন জহির, প্রচার সম্পাদক জালাল হোসাইন, অভিবাসন বিষয়ক সম্পাদক এ্যাড তারেক হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম আই আমিন, খাদ্য বিষয়ক সম্পাদক মো বকুল, বাংলাদেশ ছাত্রলীগ স্পেন শাখার সভাপতি ইসমাইল হোসাইন রায়হান, সুমন আহমেদ, মকবুল, রুবেল খান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা স্পেন আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে এক হয়ে কাজ করার তাগিদ দেন।