গাজীপুর সিটিতে বিজিবি মোতায়েন

Slider বাংলার মুখোমুখি

327479_179

গাজীপুর: গাজীপুর সিটি এলাকায় রোববার সকাল থেকে বিজিবি সদস্যদের টহল দেয়া শুরু হয়েছে। তারা সিটিতে ঘুরে নিরাপত্তার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা মহসিন রেজা জানান, রোববার সকাল থেকে বিজিবি সদস্যরা নির্বাচনী মাঠে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত রয়েছেন।

তিনি আরো জানান, আগামী ২৪ থেকে ২৭ জুন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত ২৯ প্লাটুন বিজিবি সদস্য নির্বাচনী এলাকায় নিরাপত্তার দায়িত্ব পালন করবেন। এর বাইরে আরও বিজিবি সদস্যদের প্রস্তুত রাখা হয়েছে, প্রয়োজনে তাদের মোতায়েন করা হবে।

গাজীপুর সিটি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রকিব উদ্দিন মণ্ডল জানান, নির্বাচনের জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল থেকে যথা সময়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

তিনি জানান, প্রতি ২ ওয়ার্ডে এক প্লাটুনসহ ২৯ প্লাটুন বিজিবি মোতাযেন থাকবে। এছাড়া সার্বিক নিরাপত্তার জন্য র‌্যাব সদস্যসহ প্রায় ১১ হাজার পুলিশ ও আনসার বাহিনী মোতায়েন করা হবে।

আগামী ২৬ জুন অনুষ্ঠিত হবে গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচন। রোববার রাত ১২টা পর্যন্ত প্রচারকাজ চালাতে পারবেন প্রার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *