বেলজিয়াম বনাম তিউনিসিয়া চলছে গোল উৎসব

Slider খেলা

122570_x
ফিফা বিশ্বকাপ-২০১৮: বেলজিয়াম ৪, তিউনিসিয়া ১। হ্যাজার্ড-লুকাকুর জোড়া গোল। প্রথমার্ধে ৩-১ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বেলজিয়াম। খেলার প্রথম ১৮ মিনিটেই দর্শকরা উপভোগ করে তিনটি গোল। প্রথম দুই গোল করে বেলজিয়াম, পরেরটি তিউনিসিয়া। খেলার ৬ মিনিটে পেনাল্টি থেকে হ্যাজার্ড, ১৬ মিনিটে গোল করেন লুকাকু।

তার দুই মিনিট পরে ১৮ মিনিটে তিউনিসিয়ার ডিলান বর্ন বেলজিয়ামের জালে বল জাড়ন। আবার প্রথমার্ধের শেষ মুহুর্তে রোমেলু লুকাকু করেন নিজের দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোল করেন হ্যাজার্ড। আজ গ্রুপ ‘জি’র ম্যাচে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় মাঠে নেমে দল দুটি। খেলাটি হচ্ছে মস্কোর স্পার্টাক স্টেডিয়ামে। বেলজিয়াম এবং তিউনিসিয়া দুই দলেরই আজ দ্বিতীয় ম্যাচ। তারকা পূর্ণ বেলজিয়াম দল নিরাস করেননি তাদের সমর্থকদের। প্রথম ম্যাচে নবাগত পানামার বিপক্ষে ৩-০ গোলের বড় জয় পায় তারা। আজ তাদের মাঠে দেখা যাচ্ছে হলুদ জার্সিতে। তিউনিসিয়াকে হারালেই শেষ ষোলতে পা দিবে বেলজিয়াম। অপরদিকে তিউনিসিয়া প্রথম ম্যাচে ২-১ গোলে হারের স্বাদ পায় ইংল্যান্ডের বিপক্ষে। তাদের দ্বিতীয় রাউন্ডে যাবার জন্য আজ জয় প্রয়োজন। এর আগে বিশ্বকাপে পরস্পরের তিনবারের দেখায় একবার করে জয় পায় দুই দলই ও একটি ম্যাচ হয় ড্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *