খালেদা জিয়ার সাথে তার গুলশান কার্যালয়ে যে সব সরকারি কর্মকর্তা বৈঠক করেছেন তাদের সনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। ইনডিপেনডেন্ট টেলিভিশনকে টেলিফোনে তিনি এ কথা জানান। শিগগিরই তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
প্রতিমন্ত্রী আরো জানান, তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই এই তালিকতা তৈরি করেছেন। সেই অনুযায়ীই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় প্রধান বেগম খালেদা জিয়ার সাথে কিছু সরকারি কর্মকর্তার বৈঠকের খবর প্রচার হয় গত বৃহস্পতিবার। এর পর গণমাধ্যম কর্মীরা সেখানে ভিড় করেন। কার্যালয় থেকে কয়েকজন কর্মকর্তা বের হয়ে আসলেও গণমাধ্যমের সাথে কথা না বলে তারা দ্রুত বেরিয়ে যান। বিএনপির পক্ষ থেকে অবশ্য এধরনের কোনো বৈঠকের কথা অস্বীকার করা হয়।