প্রথমার্ধে গোল পায়নি ব্রাজিল-কোস্টারিকা

Slider খেলা

190336neymar-m1

ডেস্ক: রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল দলের কাছে পয়েন্ট ভাগাভাগি করে চরম বিপাকে পড়ে আছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। কোস্টারিকার বিপক্ষে খেলতে নেমে শুরুটা অগোছালো হলেও সময় গড়ানোর সঙ্গে নিজেদের অনেকটাই গুছিয়ে নেয় ব্রাঝিল।

বেশ কয়েকটি সুযোগের পর কোস্টারিকার জালে বলও জড়িয়ে গিয়েছিল। তবে সেটা অফসাইড হয়ে গোল বাতিল হয়ে যায়। প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। ফলে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় উভয় দল।

কোস্টারিকার বিপক্ষের ম্যাচ নেইমারদের জন্য মহাগুরুত্বপূর্ণ। রক্ষণাত্মকভাবে দল সাজালেও কোস্টারিকাই ব্রাজিলের গোলপোস্টে একের পর এক আক্রমণ চালিয়েছে।

ম্যাচের ১৩ মিনিটের মাথায় কনকাকাফ অঞ্চলের দলটি পেয়েছিল সবচেয়ে ভালো সুযোগ। সেলসো বোরগেস এগিয়ে নিতে পারতেন কোস্টারিকাকে। তবে সেটা হয়নি।

২৬ মিনিটে ব্রাঝিল গোল উৎসব করেও হতাশ হয়েছে। অন্যদিকে একের পর এক আঘাতপ্রাপ্ত হচ্ছেন নেইমার। যাদও রেফারিকে নিজের ওপর সদয় করতে পারেননি তিনি। অন্যদিকে কোস্টারিকা কোচ সাফ জানিয়ে দিয়েছেন, নেইমারকে আক্রমণ করার ইচ্ছে তাদের নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *