তৃতীয়বার চীন সফরে যাচ্ছেন কিম

Slider সারাবিশ্ব

114908_bangladesh_pratidin_xi-kim

উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন তৃতীয়বারের মতো চীন সফরে যাচ্ছেন। মঙ্গল ও বুধবার ব্যাপী কিমের এ সফর বলে খবর প্রকাশ করেছে চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম।

এর আগে গত মার্চ ও মে মাসে চীন সফর করেন কিম। সেই দুই বৈঠক সম্পন্ন হওয়ার পর তা গণমাধ্যমে জানানো হয়েছিল। তবে এবার সফর শুরুর আগেই আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে।

kim-trump

কিম (ডানে)

গত ১২ জুন সিঙ্গাপুরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন কিম। যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার সর্বোচ্চ কোনো নেতার এটাই ছিল প্রথম বৈঠক। ধারণা করা হচ্ছে, বিশ্বব্যাপী আলোচিত সেই বৈঠকের বিষয়ে নিয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনা করতেই কিমের এ সফর।

ক্ষমতায় আরোহনের ছয় বছরেও নিজের দেশ থেকে বের হননি কিম জং উন। তবে এ বছর তাতে পরিবর্তন এসেছে। তিনি চলতি বছর প্রতিবেশী দক্ষিণ কোরিয়াও সফর করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *