ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি থাকবেই : অস্ট্রেলিয়া

Slider সারাবিশ্ব

194535_bangladesh_pratidin_Julie-Bishop

মার্কিন যুক্তরাষ্ট্রের অনুসরণ নয়, বরং নিজেদের বিদেশ নীতিতেই অটল থাকবে অস্ট্রেলিয়া। দেশের বিদেশমন্ত্রী জুলি বিশপ জানিয়েছেন, ইসরায়েলে থাকা দূতাবাসের ঠিকানা বদলে জেরুজালেমে নিয়ে যাওয়া হবে না।

একইসঙ্গে তিনি বলেন, ফিলিস্তিনিদের প্রতি সহানুভূতি থাকবেই।
ইজরায়েলের দীর্ঘদিনের দাবি জেরুজালেম শহরকে রাজধানী বানানোর। একই দাবি ফিলিস্তিন কর্তৃপক্ষের। দুই তরফের সেই দাবি মেনে নেয়নি রাষ্ট্রসংঘ। তবুও মার্কিন প্রেসিডেন্ট জানিয়ে দেন তাদের দূতাবাস জেরুজালেম শহরেই স্থানান্তরিত করা হচ্ছে। এর অর্থ শহরটিকে কূটনৈতিক গুরুত্ব দিয়েছে ওয়াশিংটন।

তারপর থেকেই জেরুজালেমকে ঘিরে ইসরায়েলি সেনা ও ফিলিস্তিনিদের সংঘর্ষ ছড়ায়। রক্তাক্ত পরিস্থিতি তৈরি হয়। সম্প্রতি সেই সংঘর্ষের রেশ পুনরায় ছড়িয়েছে ফিলিস্তিনি অধ্যুষিত অপর এলাকা গাজা শহরে।

সেখানকার সীমান্ত বরাবর সংঘর্ষে মৃত্যু হয়েছে অনেকের।
মার্কিন যুক্তরাষ্ট্র ঘনিষ্ঠ অস্ট্রেলিয়ার ক্ষমতাসীন দল লিবারেল পার্টির কিছু নেতা দূতাবাস জেরুজালেমে নিয়ে যাওয়ার দাবি তোলেন। তারই জবাবে বিদেশমন্ত্রী জুলি জানান, তেল আবিভ থেকে দূতাবাস সরানো হচ্ছে না। পাশাপাশি, ইসরায়েলের অবস্থানের সমালোচনা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *