রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে ২ জনের মৃত্যু

Slider চট্টগ্রাম

222300_bangladesh_pratidin_Rangamat

রাঙামাটি জেলার লংগদুতে কাপ্তাই হ্রদে ডুবে ২ জনের মৃত্যু হয়েছে। নিহতদের নাম- আয়নাল হক (২৮) ও মুন্নী আক্তার (১২)।

তবে তাদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। আজ বৃহস্পতিবার (১৪জুন) বিকেল সাড়ে চারটার দিকে লংগদু লঞ্চ ঘাট এলাকায় এ ঘটনা ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকালে লংগদু লঞ্চ ঘাটে কাপ্তাই হ্রদের মাইনী খালে মাছ ঝাঁকি জাল (হাত জাল) দিয়ে মাছ ধরার নামে আয়নাল। এসময় পাহাড়ি ঢলের স্রোতে টানে ভেসে যায় সে। একই সময় নৌকা দিয়ে পাহাড়ি ঢলে ভেসে আসা কাঠ সংগ্রহ করছিল মুন্নি। তীব্র স্রোতে হ্রদের পানিতে ডুবে যায় সে। খবর পেয়ে ছুঠে আসে স্থানীয়রা। হ্রদে জাল ফেলে অনেক খোজাখুজি করে অবশেষে উদ্ধার আয়নালকে উদ্ধার করা হলেও মুন্নিকে খুজে পাওয়া যায়নি।

স্থানীয়রা ধারণা করছে প্রবল স্রোতে ভেসে গেছে মুন্নির মরদেহ।

মৃত আইনাল হক পেশায় একজন বোট চালক। তিনি লংগদু উপজেলার গাউসপুর ইউনিয়নের ফরেস্ট টিলা গ্রামের বাসিন্দা। আর কাপ্তাই হ্রদে নিখোঁজ মুন্নি আক্তার লংগদু উপজেলার কালাপাকুজ্জ্যা মাদ্রাসার ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। সে একই উপজেলার কালাপাকুজ্জ্যা ইউনিয়নের রসূলপুর গ্রামের খলিলুর রহমানের মেয়ে।
লংগদু উপজেলার বগাচত্তর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশীদ ও একই উপজেলার কালাপাকুজ্জ্যা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক মিয়া এ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *