শপথ নিলেন বাগেরহাটের এমপি হাবিবুন নাহার

Slider ফুলজান বিবির বাংলা

134647a1

ঢাকা: বাগেরহাট ৩ আসন থেকে উপ-নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য হাবিবুন নাহার শপথগ্রহণ করেছেন।

আজ বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে এক অনুষ্ঠানে তাঁকে শপথবাক্য পাঠ করান স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

সংসদ সচিবালয় সূত্র জানায়, সংক্ষিপ্ত শপথগ্রহণ অনুষ্ঠানে জাতীয় সংসদের প্রধান হুইপ আ স ম ফিরোজসহ সংসদ সচিালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন জাতীয় সংসদের জ্যেষ্ঠ সচিব ড. মো. আবদুর রব হাওলাদার।

উল্লেখ্য, আইনি বাধ্যবাধকতার কারণে খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী মেয়র তালুকদার আব্দুল খালেক নির্বাচনের আগে পদত্যাগ করায় ওই আসনটি শূন্য হয়। শূন্য আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া তালুকদার আব্দুল খালেকের সহধর্মিনী হাবিবুন নাহার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

র‌্যাংক ব্যাজ

সংসদ সচিবালয়ের ডেপুটি সার্জেন্ট অ্যাট আর্মস স্কোয়াড্রন লিডার সাইয়ীদ মোহাম্মদ ওবায়েদুল্লাহকে উইং কমান্ডারের র‌্যাংক ব্যাজ পরিয়ে দিয়েছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি। আজ বৃহস্পতিবার স্পিকারের দপ্তরে এক অনুষ্ঠানে এই ব্যাজ পরিয়ে দেন স্পিকার। এ সময় জ্যেষ্ঠ সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

ঈদ শুভেচ্ছা

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, এমপি এক বার্তায় দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন। সবাই যাতে পরিবার পরিজন নিয়ে ঈদে সুন্দর সময় কাটাতে পারেন সেই শুভ কামনা করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *