ঈদে আজাদ আবুল কালামের ‘এ্যালার্জীর বিবিধ কারণ’

Slider বিনোদন ও মিডিয়া

204718_bangladesh_pratidin_azad

ঈদ রাঙাতে ছোট পর্দায় নতুন নাটক নিয়ে হাজির হবেন অভিনেতা-অভিনেত্রী ও নির্মাতারা। সেই পথ ধরেই এবার জনপ্রিয় অভিনেতা আজাদ আবুল কালাম বিটিভির জন্য নির্মাণ করলেন নাটক ‘এ্যালার্জীর বিবিধ কারণ’।

নাটকটির চিত্রনাট্যও লিখেছেন তিনি।
পারিবারিক সমস্যা, দ্বন্দ্ব, হাসি-বেদনা এবং শেষে একটি ম্যাসেজ দিয়েই এই নাটকটি তৈরি করা হয়েছে। গল্পটি আবর্তিত হয়েছে একটি পরিবারকে ঘিরে। বিপত্নীক মামুনুর রশিদ গ্রামে থাকেন। তার বড় ছেলে (আজাদ আবুল কালাম) থাকে বিদেশে, ফোনে বাবার সাথে যোগাযোগ হয়। আর মেঝো ছেলে (ইন্তেখাব দিনার) শহরের একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করেন। তার বৌ তমালিকা কর্মকার আধুনিক ধারার একজন নারী।

ছোট মেয়ে সাদিকা স্বর্ণা আর তার জামাই রাজিব সালেহীনও থাকেন শহরে। অনেক ব্যস্ত সবাই।

বলতে গেলে গ্রামের তাদের আসাই হয় না।
এদিকে, গুজব রটে যে, বাবা মামুনুর রশিদ নতুন করে বিয়ে করেছেন তার দীর্ঘদিনের পালিত বাড়ির কেয়ারটেকারের বোনকে (সানজিদা প্রীতি)। বিষয়টি জানতে পেরে তার ছেলে-মেয়ে ও ছেলের বৌ, মেয়ের জামাই শুরু করে দেয় তুমুল কাণ্ড। তারা গ্রামে ফিরে আসে বাবার এই কাণ্ডে অতিষ্ঠ হয়ে। এরপর ঘটনা অন্যদিকে মোড় নেয়।

নির্মাতা সূত্রে জানা যায়, নাটকটি ঈদের দিন বিটিভিতে রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচার হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *