ঢাকা: রাজধানীতে প্রাইভেটকারে তরুণীকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মাহমুদুল হক রনি গাজীপুরের কাপাসিয়ার চরসনমানিয়া বেপারিবাড়ি এলাকার আইনজীবী বজলুল হকের ছেলে।
সনমানিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদত হোসেন মাস্টার তার সম্পর্কে দাদা ও বিএনপি নেতা রিটন চাচা।
শেরেবাংলা নগর থানার ওসি গণেশ গোপাল বিশ্বাস জানান, শনিবার রাতে দুই তরুণী কলেজ গেটে রনির গাড়ি থামিয়ে গন্তব্যে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। পথে শিশু মেলা এলাকায় একজনকে নামিয়ে দেওয়া হয়।
পরে ওই তরুণীকে গাড়িতেই ধর্ষণ করেন রনি। এ ঘটনা দেখে লোকজন গাড়ি থামিয়ে চালকসহ তাকে পিটুনি দেন।
তখন মোবাইলে ধারণ করা ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে শুরু হয় তোলপাড়। রনি ধানমন্ডি এলাকায় বসবাস করেন।