বরিশাল মহানগর আওয়ামী লীগের উদ্যোগে সাংবাদিকদের সন্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় নগরীর অভিজাত বরিশাল ক্লাব লিমিটেডের হলরুমে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট গোলাম আব্বাস চৌধুরী দুলালের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম, সহসভাপতি আলহাজ্ব মো. সাইদুর রহমান রিন্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর ও যুগ্ম সাধারণ সম্পাদক সম্ভাব্য মেয়র প্রার্থী সাদিক আবদুল্লাহ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া প্রেসক্লাবের সভাপতি কাজী নাসির উদ্দিন বাবুল, সাবেক দুই সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল ও অ্যাডভোকেট এসএম ইকবাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, সাবেক দুই সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ ও হুমায়ুন কবির, রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।