গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে শাহবাগ থেকে সাদা পোশাক পরিহিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য তুলে নিয়ে গেছে।
আজ বুধবার বিকেলে শাহবাগের যাদুঘরের সামনে এ ঘটনা ঘটে।
ইমরান এইচ সরকারকে তুলে নিয়ে যাওয়ায় দুঃখ প্রকাশ করে সাংস্কৃতিক কর্মী সঙ্গীতা ইমাম বলেন, আমরা এখানে কথা বলতে এসেছিলাম। কিন্তু ইমরান এইচ সরকারকে এভাবে তুলে নিয়ে যাবে এটা ঠিক নয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শাহবাগে সমাবেশের জন্য ইমরান এইচ সরকার এসেছিলেন। কিন্তু তিনি গাড়ি থেকে নামামাত্রই তাকে সাদা পোশাক পরিহিত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যায়।