ছয় মাস ফ্রান্সে, ছয় মাস স্পেনে !

Slider বিচিত্র

dip-2

ফ্রান্স ও স্পেন সীমান্তে অবস্থিত একটি নদী বিদাসোয়া। এর মাঝখানে অবস্থিত অদ্ভূত সুন্দর একটি দ্বীপ আছে। নদীর ঠিক মাঝখানের এ দ্বীপটি ১ ফেব্রুয়ারি থেকে ৩১ জুলাই পর্যন্ত স্পেন সরকারের অধীনে থাকে আর বাকি ছয় মাস ফ্রান্সের। এক দ্বীপটি যেন একটি পিং পং বলে পরিণত হয়েছে। কখনো এর সীমানায় তো, কখনো ওর সীমানায়।

ফিজেন্ট আইল্যান্ড নামের এ দ্বীপটিকে স্প্যানিশ ভাষায় ডাকা হয় ‘ইসলা দে আইওস ফেইসানিস’ আর ফরাসিরা এটিকে ডাকে ‘আই দেস ফেইসানস’ বলে।

ফেজেন্ট দ্বীপে স্থায়ী কোনো বসতি নেই।তেমনি সাধারণত বিশেষ অনুমতি ছাড়া দর্শনার্থীদের প্রবেশও নিষেধ। তবে দ্বীপটি বিদাসোয়া নদীর তীরের স্প্যানিশ শহর ইরুন থেকে ১০০ ফুট দূরে অবস্থিত, আর ফ্রান্সের ওনদাইয়ে প্রশাসনিক এলাকা থেকে এর দূরত্ব ১৫০ ফুট।

তাই চাইলেই কেউ খুব সহজেই দ্বীপটিকে খুব কাছ থেকে দেখতে পারেন। এখানকার স্থাপত্যগুলোর সামনে দাঁড়িয়ে সেলফি তোলাও বারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *