মাদকবিরোধী অভিযানে সব নিহতের তদন্ত চেয়েছে ইইউ

Slider জাতীয়

222223_bangladesh_pratidin_33

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশে চলমান মাদকবিরোধী অভিযানে ঘটে যাওয়া নিহতের সব ঘটনার তদন্ত চেয়েছে বলে জানা গেছে। সোমবার ঢাকাস্থ ইইউ মিশন থেকে পাঠানো এক বিবৃতিতে এ তদন্ত চাওয়া হয়।

ইইউর স্থায়ী প্রতিনিধিদের পাঠানো সেই যৌথ বিবৃতিতে বলা হয়, মাদকদ্রব্য ও মাদক চোরাচালান বিশ্বজুড়েই একটি বড় সমস্যা। বাংলাদেশে যে মাদকবিরোধী অভিযান চলছে সেখানে মাত্রাতিরিক্ত শক্তি প্রয়োগের অভিযোগ উঠেছে। বাংলাদেশ সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করে সন্দেহভাজন অপরাধীদের মৃত্যুর প্রতিটি ঘটনা পুরোপুরিভাবে তদন্ত করবে বলে আমাদের প্রত্যাশা।

বিবৃতিতে আরও বলা হয়, গত ৪ মে থেকে এ পর্যন্ত মাদক প্রতিরোধের ঘটনায় নিহত হয়েছে ১২০ জনেরও বেশি নাগরিক। আন্তর্জাতিক মান বজায় রেখে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যক্রম পরিচালনার আহ্বান জানানো হয় বিবৃতিতে।

এর আগে জাতিসংঘের মাদক ও অপরাধ বিরোধী দফতর (ইউএনওডিসি) থেকে জানানো হয়, বাংলাদেশের বর্তমান মাদকবিরোধী অভিযান নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে জাতিসংঘ।

আইন-শৃঙ্খলা বাহিনীর মাদকবিরোধী অভিযান নিয়ে ইতোমধ্যেই বিভিন্ন মানবাধিকার সংগঠন প্রশ্ন তুলেছে। এ প্রেক্ষিতেই বিবৃতি দিলো ইইউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *