সৌদি আরব ইসরায়েল থেকে পরমাণু তথ্য নিচ্ছে

Slider সারাবিশ্ব

141804_bangladesh_pratidin_MBS

পশ্চিমা নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে, ইসরায়েলের কাছ থেকে পারমাণবিক তথ্য ক্রয় করছে সৌদি আরব। মিডল ইস্ট মনিটর সম্প্রতি এক প্রতিবেদনে এ খবর প্রকাশ করেছে।

ইসরায়েলি লেখক আমি ডর-অন জানান, এই তথ্য সৌদি সরকারকে পরমাণু অস্ত্র তৈরিতে সক্ষমতা প্রদান করবে। মধ্যপ্রাচ্যে ইরান পরমাণু অস্ত্র ক্ষমতাধর দেশ- এই বিষয়টি যেন সৌদি রাজ্যের জন্য হুমকি না হয়ে দাঁড়ায় সেটি নিশ্চিত করতেই ইসরায়েল-সৌদি সরকারের এই যৌথ তৎপরতা।

তিনি বলেন, এই তথ্যে আমাদের বিস্মিত হওয়া উচিত। কারণ বিশ্বপরিস্থিতি ক্রমেই খারাপের দিকে যাচ্ছে। মধ্যপ্রাচ্যেও পরমাণু অস্ত্র দখলে রাখার লড়াই শুরু হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *