‘সড়ক দুর্ঘটনা রোধে সমন্বিত উদ্যোগ নিতে হবে’l

Slider চট্টগ্রাম

202323_bangladesh_pratidin_chittagong-map

সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে সচেতনতা বৃদ্ধিমূলক এক সেমিনারে বক্তারা বলেছেন, যে কোনো দুর্ঘটনার দায় যেমন কারো একার নয়, তেমনি দুর্ঘটনা হ্রাস বা রোধের ক্ষেত্রেও কারো একার দায়িত্ব নয়। এক্ষেত্রে চালক, যাত্রী, ট্রাফিক, বিআরটিএ ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ নিতে হবে।

একই সঙ্গে বিদ্যমান আইন সংশোধন করে আইনের কার্যকর প্রয়োগ করতে হবে।
শনিবার সকালে চট্টগ্রাম এলজিআরডি ভবনে বিআরটিএ আয়োজিত সেমিনারে বক্তরা এসব কথা বলেন। বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মুহা. শহীদুল্লাহ কায়ছারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন- চট্টগ্রাম বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. আবদুল মান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, চট্টগ্রাম পুলিশ সুপার নুরেআলম মিনা, ডিসি ট্রাফিক (উত্তর) হারুন অর রশীদ হাজারী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেযারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. ওসমান আলী এবং নিরাপদ সড়ক চাই আন্দোলনের চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি এস এম আবু তৈয়ব।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআরটিএ চট্টগ্রামের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম। প্রবন্ধের ওপর আলোচনা করেন চট্টগ্রাম জেলা পরিবহন মালিক গ্রুপের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, মেট্টোপলিটন মালিক গ্রুপের মহাসচিব বেলায়েত হোসেন, জেলা ট্রাক-কাভার্ড ভ্যান মালিক গ্রুপের সভাপতি মো. আবদুল মান্নান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *